privacy policy

দ্যা নিউ লাইভ আইটিতে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন৷ আমরা আপনার অজানা তথ্যকে জানানোর জন্য সব সময় পাশে রয়েছি৷ আপনারা আমাদের থেকে যেই অজানা তথ্যগুলো পাবেন সেগুলো ভালো এবং স্থির রাখতে আমরা কিছু নীতিমালা মেনে চলি৷ নিচে আমাদের নীতিমালাগুলো সুন্দরভাবে দেওয়া হলো:

১. আলোচনা এবং মন্তব্য 

আমাদের ওয়েবসাইটের আলোচনা এবং মন্তব্য করতে সকল পাঠকদেরকেই কোন প্রকার বাধা দেওয়া হয় না বরং উৎসাহিত করা হয়৷ তবে এমন কোন মন্তব্য করবেন না যেগুলো অসম্মানজনক, অপমানজনক ও আপত্তিজনক মন্তব্য করা যাবে না৷ মন্তব্য করলেও ওই মন্তব্য সাথে সাথে সরিয়ে ফেলা হবে৷ 

২. প্রতিটি কনটেন্টের মান সঠিক রাখা 

আমরা আমাদের ওয়েবসাইটের প্রতিটি কনটেন্টের মান সঠিক ও বানান নির্ভুল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিই৷ আমরা আমাদের কনটেন্টগুলোকে সবসময় পাঠকদের জন্য তথ্যবহুল এবং উপযোগী করে লিখি৷ এছাড়া আমাদের কনটেন্টগুলো যাচাই করে এবং নির্ভরযোগ্য তথ্য অনুসারে লেখা হয়৷ 

৩. পরিবর্তন এবং নতুন আপডেট 

আমরা আমাদের নীতিমালাগুলো কিছুদিন পরপর পরিবর্তন বা আপডেট করে থাকি৷ যেকোনো ধরনের আপডেট বা পরিবর্তন করা হলে তা পাঠকদের জানানো হবে৷ অনুগ্রহ করে আমাদের নীতিমালার পেজটি নিয়মিত পড়বেন৷ 

৪. গোপনীয়তা 

আমরা আমাদের ওয়েবসাইটে আসা সকল পাঠকদের গোপনীয়তাকে  সবচেয়ে বেশি গুরুত্ব দেই৷ একজন পাঠকের গোপনীয়তা সম্পর্কে তৃতীয় কোন ব্যক্তিকে সে বিষয়ে জানানো হবে না৷ 

৫. কপিরাইট নীতিমালা 

আমরা কপিরাইট নীতিমালা কে সব সময় প্রাধান্য দেই৷ আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি কনটেন্ট কোন প্রকার কপি করে লেখা হয় না৷ 

৬. স্পন্সারশিপ ও বিজ্ঞাপন 

আমাদের ওয়েবসাইটে দেখানো সকল বিজ্ঞাপন ও স্পন্সারশীপ কনটেন্ট গুলো ভালোভাবে চিহ্নিত করা থাকবে৷ আমরা সব সময় পাঠকদের ভালো চাই৷ তাই আমাদের কনটেন্টে এমন কোন বিজ্ঞাপন চালায় না যেগুলো পাঠকদের স্বার্থকে ব্যাঘাত করে৷ 

৭. কর্তব্য 

আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্ট পাঠকদের কাছে সঠিক তথ্য ও সঠিক জ্ঞান প্রদান করে থাকি৷ এছাড়া আমাদের ওয়েবসাইটের কোন কনটেন্টে ভুল যুক্তিগত তথ্য না থাকলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো৷ 

আমাদের নীতিমালা সম্পর্কে কোন মতামত অথবা অভিযোগ থাকলে নিচে বোতামটিতে চাপ দিন

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url