চুলের যত্নে কালোকেশী ব্যবহার এর সঠিক নিয়ম ও তেল তৈরির পদ্ধতি

চুলের যত্নে কালোকেশী ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানিনা৷ এই কালোকেশী ব্যবহারে আপনার চুলের অনেক ধরনের উপকার হয়৷ আমরা এই কনটেন্টে কালোকেশীর সঠিক ব্যবহার ও উপকার সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানাবো৷

চুলের-যত্নে-কালোকেশী-ব্যবহারআমাদের দেশে কালোকেশী সাধারণত গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায়৷ তবে অনেক মানুষই রয়েছে এর গুনাগুন সম্পর্কে জানেনা৷ চলুন এই কনটেন্ট থেকে সঠিক নিয়মে কালোকেশী ব্যবহার করলে কি কি উপকার হয় এবং কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় তা এই কনটেন্ট থেকে জেনে নি৷ 

পেজ সূচিপত্র : চুলের যত্নে কালোকেশী ব্যবহারের নিয়ম

চুলের যত্নে কালোকেশী ব্যবহার 

চুলের যত্নে কালকেশী ব্যবহার করে অনেক মা বোন উপকার পেয়েছেন৷ শুধু চুলের যত্নেই নয় এই কালোকেশী আমাদের আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে৷ আমরা এই কনটেন্টে কালোকেশীর ব্যবহারে কি কি উপকার, কোন কোন রোগের প্রতিরোধ করে তার সম্পর্কে আপনাদের বিস্তারিত সকল কিছু জানাবো৷ 

আরো পড়ুন : অল্প পুজিতে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার ১৫ টি সহজ উপায় 

বর্তমানে মানুষ কৃত্রিম ঔষধের প্রতি বেশি ঝুকে পড়েছে৷ আমরা অনেকেই জানিনা যে গাছ গাছালির বিশেষ গুণ রয়েছে৷ মহান আল্লাহ তা'আলা গাছ গাছালিকে বিশেষ গুণ দিয়েই তৈরি করেছেন৷ বর্তমানে অনেক ওষুধই গাছ রয়েছে যেগুলো খেলে মানুষের কঠিন থেকে কঠিনতর অসুখ বা রোগের প্রতিকার হচ্ছে৷ এই কালোকেশী আমাদের চুলকে ঘন ও কালো করে তোলে৷ পাশাপাশি অনেক রোগের প্রতিকার করে৷ 

আপনি যদি আপনার চুল ঘন ও সুন্দর করতে চান তাহলে কালোকেশীর ব্যবহার সম্পর্কে ভালো করে জেনে সেটা ব্যবহার করতে পারেন৷ কারণ এই কালকেশীর যেমন ভাল দিক আছে তেমনি খারাপ দিক রয়েছে৷ তাই কালোকেশী ব্যবহার করার আগে আমাদের এই কনটেন্টটি পুরো ভালোভাবে পড়ে কালোকেশী ব্যবহার করুন৷ 

কালোকেশী গাছ দেখতে কেমন বা পরিচিতি 

কালোকেশী গাছ দেখতে কেমন বা এর পরিচিতি সম্পর্কে আমরা অনেকেই জানিনা৷ আবার অনেকেই রয়েছে যারা দেখেছেন কিন্তু নাম জানেন না৷ এই কালোকেশী গাছটি আমাদের দেশে প্রায় সব অঞ্চলেই দেখা যায়৷ একেক অঞ্চলের মানুষ এই গাছটিকে ভিন্ন ভিন্ন নামে চিনে থাকে৷ আবার অনেক মানুষ এই গাছটিকে শাক হিসেবেও খেয়ে থাকে৷ 

চুলের-যত্নে-কালোকেশী-ব্যবহার

এই গাছটি মানুষের বাড়ির আশেপাশে জঙ্গলে এবং কবিরাজরা তাদের ঔষধি বাগানে পাওয়া যায়৷ এই গাছটির পাতা গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে এবং এই গাছটির ফুল সাদা বর্ণের হয়ে হয়৷ এরপরে এই ফুলের বীজ তৈরি হয়৷ বীজ প্রথম অবস্থায় সবুজ বর্ণের এবং যখন এর উপযুক্ত সময় হয় বা পরিপক্ক হয় তখন এর রং কালো রঙের হয়৷ এরপরে এর বীজ সংরক্ষণ করে অনেক মানুষ নতুন গাছ তৈরি করে অথবা উপযুক্ত পরিবেশ পেলে গাছ থেকে বীজ পড়ে এর বংশবিস্তার হয়৷ 

এই গাছটির উচ্চতা সর্বনিম্ন ১২ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে৷ সময় সাপেক্ষে বেশি কিংবা কম হতে পারে৷ এই গাছের ফুল গুলো দেখতে প্রায় ছোট প্লেটের মত এবং বীজগুলো দেখতে হয় পুরোপুরি কালোজিরার মতো৷ এবং এই গাছের কাণ্ডগুলো দেখতে বেগুনি কালার এবং লাউ গাছের মতো লতানো ডগা থাকে৷ কারণ এই গাছে ডোগাগুলো অনেক ভারী হয়ে থাকে যার কারনে লাউয়ের ডগার মতন ঝুলে থাকে৷ 

যেহেতু আমাদের দেশে সব অঞ্চলেই এই গাছটি পাওয়া যায়৷ তাই এই গাছটি সবাই ব্যবহার করতে পারে৷ তবে একেক অঞ্চলে এই গাছের নাম একেক রকম হয়ে থাকে৷ যেমন : কেশরাজ, কেশুতি, বাংড়া,কালোকেশী, মোহীরচর, কেউরি এবং আরে নানা ধরনের নাম রয়েছে৷ 

কালোকেশী গাছ কোথায় জন্মে বা কার কাছে পাওয়া যায় 

কালোকেশী গাছ আমাদের দেশে বন জঙ্গলেই বেশি জন্মাতে দেখা যায় বা পাওয়া যায়৷ তবে বর্তমানে অনেক কবিরাজ রয়েছে যারা এই কালোকেশী গাছের বীজ নিয়ে তাদের ঔষধি বাগানে রোপন করে৷ এতে করে আমরা চাইলেই বন জঙ্গল থেকে কিংবা কবিরাজের কাছ থেকে এই গাছটি সংগ্রহ করতে পারি৷ এই গাছটির অনেক ঔষধি গুন রয়েছে৷ 

আরো পড়ুন : আরবি ক্যালেন্ডার ২০২৫ ও ইংরেজি মাসের ক্যালেন্ডার 

চুলের যত্নে কালকেশী ব্যবহার করলে চুলের অনেক উপকার এবং চুল ঘন ও দেখতে সুন্দর দেখায়৷ তাই যারা চুল পড়া রোগে আক্রান্ত এবং চুলে নানা সমস্যায় ভুগছেন তারা এই কালোকেশী ব্যবহার করে এসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷ আমরা এই কনটেন্টে আপনাদেরকে কালোকেশী ব্যবহারের উপকারিতা, কিভাবে ব্যবহার করবেন, এবং এর সতর্কতা সকল বিষয় সম্পর্কে জানাবো৷ 

কালোকেশী ব্যবহারে চুলের সৌন্দর্য বা উপকারিতা 

কালোকেশী ব্যবহারে করলে আপনার চুলের সৌন্দর্য দেখলে আপনি নিজেও অবাক হবেন৷ কারণ কালোকেশীর ব্যবহার করলে আপনার চুল যেমন ঘন হবে তেমনি কালো রঙ ধারণ করবে৷ সুন্দর ও লম্বা চুল কে না চায়৷ বিশেষ করে মেয়েরা তাদের চুলকে অনেক লম্বা অসুন্দর করে তুলতে চান৷ চুলের যত্নে কালোকেশী ব্যবহার এর গুরুত্বপূর্ণ উদাহরণ৷ 

বর্তমানে আমাদের দেশে অনেক ধরনের প্রোডাক্ট বের হয়েছে৷ যা ব্যবহারে আমাদের চুলের সৌন্দর্য বাড়লেও এর ব্যবহারে অনেক ক্ষতি হয়৷ কারণ এসব জিনিসে কেমিক্যাল যুক্ত করে তৈরি করা হয়৷ যার ফলে আমাদের শরীরের বিভিন্ন ক্ষতিসাধন হয়৷ এমনকি চুল পড়া কম হওয়ার থেকে আরো বেশি হতে পারে৷ 

এসব বাজারে পণ্য ব্যবহার না করে কালোকেশী ব্যবহার করুন৷ কারণ এতে দেহের কোন ক্ষতি সাধন হয় না বরং দেহের বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করে৷ এই কালোকেশী আমাদের মাথার খুশকি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এই কালোকেশীর তেল আপনি চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন৷ সেসব সকল তথ্য আমরা এই কনটেন্টেই আলোচনা করবো৷ 

কালোকেশী উদ্ভিদে বিদ্যমান ঔষধি গুনাগুন 

কালোকেশী উদ্ভিদ শুধু যে আমাদের চুলের যত্নেই ব্যবহার করা হয়ে থাকে এমন না এই উদ্ভিদটি আমাদের শরীরের বিভিন্ন রোগের নিরাময় বা প্রতিকার করে থাকে৷ বর্তমানে আমরা এমন একটি সময় বসবাস করি যেখানে মানুষ কৃত্রিম ওষুধ বেশি ব্যবহার করি৷ গাছ গাছড়ার ওপর তেমন ভরসা করি না৷ গাছ গাছালির যে বিশেষ গুণ রয়েছে এটা সম্পর্কে এখনকার মানুষ তেমন ভালো জানে না৷ কারণ এখন মানুষ কিছু হলেই ডাক্তারের কাছে ছুটে যায় এবং দামি দামি ঔষধ ব্যবহার করে৷ 

কিন্তু আদিকালের মানুষ কিছু হলেই গাছ গাছালি ব্যবহার করে তাদের রোগ প্রতিরোধ করতো৷ আপনার যদি অধিক কাশি হয় তাহলে কালো কিসের পাতা বেটে রস করে খেলেই দুই একদিনের মধ্যেই এ রোগ থেকে মুক্তি পাবেন৷ এছাড়াও আপনার যে কোন জায়গায় কেটে গেলে এই গাছের পাতা বেটে ওই জায়গাতে লাগিয়ে দিন সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে৷ 

আরো পড়ুন : পেটের চর্বি কমানোর ২০ টি কার্যকরী উপায় 

এছাড়াও শরীরে যদি কোনরকম ঘা দেখা দেয় তাহলে ওই স্থানে কালোকেশীর পাতা বেটে লাগিয়ে দিন৷ দেখবেন কিছুদিনের মধ্যেই ঘা সেরে গেছে৷ আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কৃমি রোগে ভুগছেন তাদের জন্য এই কালকেশির পাতা শুকিয়ে গুড়া করে বা রস করে গরম পানির সাথে মিশিয়ে খেলে অল্প দিনের মধ্যেই এই রোগের থেকে উপশম পাবেন৷ অনেকে রয়েছে যারা অনেকদিন ধরে জ্বরে ভোগে৷ এই পাতার রস করে খেলে আপনার জ্বর খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে৷ এছাড়াও আরো বিভিন্ন রোগ থেকে এই কালোকেশী উদ্ভিদ আমাদেরকে মুক্তি দেয়৷ তাই শুধু চুলের যত্নে কালোকেশীর ব্যবহার না ঔষধি হিসেবেও ব্যবহার করা যাবে৷ 

ত্বকের যত্নে কালোকেশী ব্যবহার 

ত্বকের যত্নেও যে কালোকেশী ব্যবহার করা যাই এই সম্পর্কে অনেকেই জানেনা৷ বর্তমানে অনেকের মুখেই বিভিন্ন ধরনের কালো দাগ বা ব্রণ দেখা যায়৷ যার ফলে আমাদের মুখ দেখতে ভালো দেখায় না৷ এই দাগ দূর করার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি৷ এই প্রোডাক্ট ব্যবহার করার ফলে আমাদের উপকার হয় ঠিকই কিন্তু আবার অনেক ধরনের ক্ষতি হয়৷ 

কারণ বাজারে বিক্রি করা প্রোডাক্টে কেমিক্যাল ব্যবহার করা হয়৷ তাই এসব পণ্য ব্যবহার না করে আপনার মুখে যদি ব্রণ বা কালো দাগ দেখা দেয় তাহলে কালো কেসের পাতা বেটে সেই কালো দাগের উপরে লাগিয়ে দিন৷ তারপরে সেটা মুখে কিছুক্ষণ রাখার পরে ধুয়ে ফেলুন৷ এভাবে কিছুদিন ব্যবহার করার ফলেই আপনার মুখের কালো দাগ নিমেষেই দূর হয়ে যাবে৷ তাই শুধু চুলের যত্নে কালোকেশীর ব্যবহার করা যায় তা নয় এটি ত্বকের জন্যও ব্যবহার করা যায়৷ 

মশা দূর করতে কালোকেশীর ব্যবহার 

কালোকেশী ব্যবহার করে যে মশা দূর করা যায় এই সম্পর্কে আমরা অনেকেই জানিনা৷ এখন আমরা কালোকেশী ব্যবহার করে কিভাবে মশা দূর করবেন সেই সম্পর্কেই আলোচনা করব৷ বর্তমানে আমাদের দেশে মশার উপদ্রব দেখা দিয়েছে৷ এই মশার কামড়ে অনেক মানুষের ডেঙ্গু জ্বরসহ আরো অনেক ধরনের রোগ দেখা দিচ্ছে৷ একজন মানুষের যদি বেশি বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাহলে তার শরীরের রক্তকণিকা গুলো নষ্ট হয়ে যায়৷ এর ফলে শরীরের রক্ত তৈরি হতে পারে না৷ 

আমরা অনেকেই মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কয়েল ব্যবহার করে থাকি৷ এই কয়েলের ধোয়া আমাদের শরীরের অনেক ক্ষতিসাধন করে৷ বিশেষ করে শিশুদের ক্ষতি বেশি হয়৷ তাই মশা তাড়ানোর ক্ষেত্রে কয়েল ব্যবহার না করে কালোকেশী ব্যবহার করা যেতে পারে৷ এতে শরীরের কোনো প্রকার ক্ষতি হবে না৷ 

কালোকেশী ব্যবহার করে মশা তাড়ানোর জন্য কালোকেশীর পাতা পাটাতে বেটে দুই চামচ রস হাফ লিটার পানির সঙ্গে মিশিয়ে পুরো ঘরে এবং বাহিরে স্প্রে করে দিন৷ তাহলে দেখবেন খুব অল্প সময়েই বাড়ির মশা দূর হয়ে গেছে৷ এবং আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন৷ 

কালোকেশী ব্যবহারে যেসব রোগের প্রতিকার বা ভালো হয়

কালোকেশী ব্যবহারের ফলে আমাদের বিভিন্ন রোগের প্রতিকার হয়৷ শুধু যে চুলের যত্নে কালোকেশী ব্যবহার করা হয় এমন না৷ কারণ কালোকেশী হল ঔষধি গুনযুক্ত গাছ৷ আয়ুর্বেদিকদের মত অনুসারে জানা গিয়েছে এই কালোকেশী গাছ মানবদেহের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের প্রতিকার করে৷ নিচে কয়েকটি রোগের উপকার সম্পর্কে দেওয়া হলো:

কিডনি বা লিভারের সমস্যা : কিডনি হলো একজন মানুষের সবচেয়ে অমূল্য সম্পদ৷ কারণ আমরা যাই খাই না কেন এর সম্পূর্ণ প্রসেস হয় আমাদের কিডনির মাধ্যমে৷ তাই কিডনি ভালো রাখতে কালোকেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ আপনি যদি নিয়মিত কালোকেশী খাইতে পারেন তাহলে কিডনির যাবতীয় সমস্যা বাঁচতে পারবেন৷ 

জন্ডিসের সমস্যা : অনেক মানুষ রয়েছে জন্ডিস রোগে আক্রান্ত৷ কালোকেশী ব্যবহারের ফলে এই জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়৷ জন্ডিস একটি মারাত্মক রোগ৷ তাই এই রোগের প্রতিকার খুব দ্রুত করা দরকার৷ তাই জন্য নিয়মিত কালকেশী ব্যবহার করুন৷ 

মাথা ব্যাথার সমস্যা : বর্তমানে মানুষের মাথা ব্যাথার সমস্যাটি হয়ে থাকে৷ এই সমস্যা বিভিন্ন কারণেই হতে পারে৷ তাই মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে কালো কেসের রস এক ফোটা নাকের মধ্যে দিয়ে দিবেন তাহলে খুব অল্প সময়েই এই মাথাব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন৷ 

ডায়াবেটিসের সমস্যা : বর্তমানে বেশিরভাগ মানুষই ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়৷ এই রোগটি দূর করার জন্য মানুষ বড় বড় ডাক্তার দেখায় তবুও কোন কাজ হয় না৷ তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য প্রতিদিন কালোকেশীর পাতা রস করে দুই চামচ খেতে পারে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে৷ 

কালোকেশী পাতার তেল তৈরি করার মাধ্যম বা পদ্ধতি 

আপনি যদি ঘরে বসে কালোকেশী পাতার তেল তৈরি করতে চান তাহলে এই লেখাগুলি মনোযোগ সহকারে পড়ে নিন৷ কালোকেশীর তেল তৈরি করতে যেসব উপকরণ লাগবে তা হলো: আমলকি,মেথি, জবা ফুল এবং কালোকেশীর পাতা৷ এগুলো জোগাড় করা হয়ে গেলে সবগুলো একসাথে ব্লেন্ডারের ভিতরে দিয়ে ব্লেন্ডার করে নিন৷ ব্লেন্ডার করা হয়ে গেলে এর সাথে ২৫০ গ্রাম নারিকেলের তেল দিয়ে আবার ব্লেন্ডার করে নিন৷ 

তেল মেশানো হয়ে গেলে একটি পাতিলে ঢেলে চুলাতে হালকা করে গরম করে নিন৷ গরম করার সময় খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন বেশি গরম না হয়ে যায়৷ গরম করা হয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন৷ এভাবে খুব সহজে কালোকেশীর তেল করতে পারবেন৷ 

মাথার চুলে কালোকেশী ব্যবহার করার নিয়মাবলী বা কিভাবে ব্যবহার করবেন 

চুলের যত্নে কালোকেশী ব্যবহার করবেন কিভাবে তা নিয়ে এখন আপনাদেরকে জানাবো৷ বেশিরভাগ চুলকে কালো ও ঘন করার জন্য কালোকেশী ব্যবহার করা হয়ে থাকে৷ যার জন্য একে চুলের রাজা বা কেশ রাজা বলা হয়৷ কালোকেশী ব্যবহার করার ফলে মাথা ঠান্ডা এবং চুলের গোড়া খুব মজবুত হয়৷ যার ফলে সহজে চুল ঝরে পড়ে না৷ 

চুলের-যত্নে-কালোকেশী-ব্যবহার

যাদের মাথায় খুশকি জনিত সমস্যা হয় তারা কালোকেশীর পাতা বেটে রস করে মাথায় লাগিয়ে নিন৷ তারপরে কিছুক্ষণ পরে ধুয়ে নিন দেখবেন খুশির সমস্যা দূর হয়ে গেছে৷ এরপরে অনেকে রয়েছে অল্প বয়সেই চুল পেকে যায় বা সাদা রং ধারণ করে৷ এই সাদা চুলকে কালো করার জন্য কালো কেসের পাতা গরম পানিতে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন৷ তারপরে ফোটানো পানি ঠান্ডা হয়ে গেলে মাথাতে লাগিয়ে আধাঘন্টা শুকিয়ে নিন৷ আধাঘণ্টা হয়ে গেলে মাথা ধুয়ে ফেলুন৷ এভাবে কিছুদিন ব্যবহার করার ফলে আপনার সাদা চুল কালো বর্ণ বা কালো রং ধারণ করবে৷ এতে আপনার চুল দেখতে খুব সুন্দর লাগবে৷

কালোকেশীর বৈজ্ঞানিক নাম 

চুলের যত্নে কালোকেশীর ব্যবহার তো সবাই করে থাকে৷ তবে অনেকেই এই গুল্ম জাতীয় উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম জানেনা৷ এই কালোকেশীর বৈজ্ঞানিক নাম হলো : Eclipta alba. তবে আমরা এই উদ্ভিদটিকে অন্য বিভিন্ন ধরনের নামেই চিনি৷ এটি একটি ঔষধি উদ্ভিদ৷ এই উদ্ভিদটি আমাদের সব অঞ্চলে পাওয়া যায়৷ 

এই উদ্ভিদটিকে চুলের রাজা বা কেশরাজ বলেই বেশি চিনি৷ কারণ এই গাছটি ব্যবহারে চুল যেমন লম্বা হয় তেমনি কালো ও সুন্দর হয়৷ মাথার খুশকি দূর হয়, মাথার পাকা চুল কালো হয় আরো বিভিন্ন গুণ রয়েছে৷ 

কালোকেশী ব্যবহারে সর্তকতা 

আমরা উপরে কালোকেশী বা কেশ রাজ এর উপকারিতা সম্পর্কে উপরে সবাই জেনেছি৷ কিন্তু এই কেশ রাজের ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে৷ তাই এর সর্তকতা সম্পর্কে জানা উচিত৷ এখন আপনাদের কেশ রাজ বা কালোকেশী ব্যবহারের সর্তকতা সম্পর্কে জানাবো৷ 

  1. কালোকেশীর রস বা পাতা ব্যবহার করার পরে আপনার যদি এলার্জিজনিত সমস্যা বা এলার্জির লক্ষণ দেখা দেয় তাহলে ব্যবহার করা যাবে না৷ 
  2. ডায়াবেটিস টাইপ ২ আক্রান্ত ব্যক্তিরা কালকেশী ব্যবহার করতে পারবেন না৷ ব্যবহার করলে আপনার ক্ষতি হতে পারে৷ এজন্য ডায়াবেটিস টাইপ ২ এ আক্রান্ত ব্যক্তিদের কালোকেশী ব্যবহার না করাই ভালো৷ 
  3. গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কালোকেশী ব্যবহার করা যাবে না৷ এটা সন্তানের ক্ষেত্রে বিষের মতো কাজ করবে৷ এজন্য সন্তান যতদিন বুকের দুধ খাবে ততদিন কালোকেশী ব্যবহার করা যাবে না৷ 
  4. মাথার চুল সুন্দর করার জন্য যদি বেশি পরিমাণে কালোকেশী ব্যবহার করেন এর ক্ষেত্রে সমস্যা দেখা দিলে কালোকেশী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে৷ 
  5. যাদের কিডনি জাতীয় বা হার্টের সমস্যার কারণে কেমোথেরাপি চিকিৎসা চলছে তাদের জন্য কালোকেশীর ব্যবহার নিষিদ্ধ বা করা যাবে না৷ 
  6. মুখের দাগ দূর করার ক্ষেত্রে কালোকেশীর ব্যবহার করলে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় তাহলে ব্যবহার করা বাদ দিতে হবে৷ 

শেষ কথা : চুলের যত্নে কালোকেশী ব্যবহার 

প্রিয় পাঠক আশা করি কালকেশীর ব্যবহার, এর ঔষধি গুণ ও সতর্কতা সম্পর্কে সকল কিছু আমাদের এই কনটেন্ট থেকে জেনেছেন৷ কোন কিছুই অতিরিক্ত ব্যবহার করা ভালো নয়৷ তাই যে জিনিসটাই ব্যবহার করবেন সে জিনিস সম্পর্কে ভালো করে জেনে ব্যবহার করাই উত্তম৷ আপনি যদি কালোকেশী ব্যবহার করতে চান তাহলে পুরো কনটেন্টি ভালো করে পড়ে বুঝবেন তারপরে কালোকেশী ব্যবহার করবেন৷

আমাদের এই কনটেন্ট থেকে আপনি কেশরাজ বা কালোকেশীর উপকার সম্পর্কে এবং কিভাবে ব্যবহার করতে হবে তার সম্পর্কে জেনেগেছেন৷ আপনার যদি আমাদের এই পোস্টটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন৷ এবং নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করুন৷ আমরা নিয়মিত নতুন নতুন তথ্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি ধন্যবাদ৷

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url