সাত দিনে মোটা হওয়ার কার্যকরী উপায়

 সাত দিনে মোটা হওয়ার উপায় রয়েছে যেগুলো মেনে চললে আপনিও চিকন থেকে খুব সহজেই এক সপ্তাহের মধ্যে মোটা হতে পারবেন৷ আমাদের মধ্যে অনেকেই আছে চিকন থেকে মোটা হওয়ার জন্য অনেক জিনিস বা ঔষধ খায়৷ 

সাত-দিনে-মোটা-হওয়ার-কার্যকরী- উপায়

কিন্তু এগুলোর মাধ্যমে কোন ফল পায় না৷ তাই আপনি কিভাবে চিকন থেকে মোটা হবেন মাত্র এক সপ্তাহের মধ্যে তা এই কনটেন্টটিতে সম্পূর্ণ আলোচনা করা হবে৷মোটা হওয়ার আগে জানতে হবে মানুষ কেন দিন দিন চিকন হয়৷ চলুন এবার শুরু করা যাক৷ 

পেজ সূচিপত্র : সাত দিনে মোটা হওয়ার উপায় 

সাত দিনে মোটা হওয়ার উপায় 

সাত দিনে মোটা হওয়ার উপায় বা পদ্ধতি রয়েছে৷ নিয়মিত কিছু খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে যার ফলে শরীরে সম্পূর্ণ চাহিদা পূরণ হয়৷ এতে করে শরীর দিন দিন মোটা হবে৷ খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন৷ বিস্তারিত সকল কিছুই আমরা এই কনটেন্টে জানবো৷ এমন কিছু খাদ্য অভ্যাস আছে যা আপনার প্রতিনিয়তই খাইতে হবে৷ তাহলে আপনি খুব সহজেই মোটা হতে পারবেন৷ 

আারো পড়ুন: বেগুন চাষের কয়েকটি পদ্ধতি ও পরিচর্যা

মোটা হওয়ার আগে আমাদের জানা উচিত কেন মানুষ দিন দিন চিকন হয়ে যায়৷ এমন কিছু রোগ বা ভিটামিনের ঘাটতি থাকে যার ফলে মানুষের ওজন দিন দিন হ্রাস পায় বা কমে যায়৷ চলুন জেনে নি মানুষের ওজন দিন দিন কেন হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে৷   

দিন দিন ওজন কমে যাওয়ার কারণ 

দিন দিন ওজন কমে যাওয়ার বিভিন্ন ধরনের কারণ  রয়েছে৷ মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে ওজন কমে যাই৷ আর প্রধানত অনিয়মিত খাদ্য না খাওয়ার কারণে মানুষের ওজন দিন দিন কমে যায়৷ যদি কোন ব্যক্তি ডায়রিয়া রোগে আক্রান্ত হয় তাহলে ওজন দিন দিন কমতে থাকে৷ আরো রোগ রয়েছে যেমন যক্ষা, এইডস এ রোগ গুলোর কারণে শরীরের ওজন কমে যায়৷ 

আবার অনেকেই রয়েছে নেশা করে থাকে যেমন ড্রাগ  নেওয়া এর কারণেও শরীরের ওজন কমে যায়৷ আবার কিডনি জাতীয় সমস্যা ফুসফুসের সমস্যা এগুলোর কারণেও শরীরের ওজন কমে যায়৷ তাছাড়াও বয়স অনুযায়ী শরীরের ওজন কম বা বেশি হয়ে থাকে৷ যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে৷ চলুন এবার কিভাবে মোটা হওয়া যায় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানি৷ 

ওজন বাড়াতে যেসব খাদ্য খাবেন

সাত-দিনে-মোটা-হওয়ার-কার্যকরী- উপায়

ওজন বাড়াতে এসব খাদ্য আমাদের খাইতে হবে তা অবশ্যই উচ্চ ক্যালরিযুক্ত হতে হবে৷ প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় যেসব খাদ্য রাখতে হবে সেগুলো হলো:পনির, পিনাট বাটার, খেজুর,মধু, ফুলক্রিম দুই, চকলেট, কিসমিস, ইত্যাদি৷ এগুলো আমাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে৷ এগুলোর মধ্যে উচ্চ ক্যালরি রয়েছে৷  

এছাড়াও আরো বাদাম জাতীয় খাবার যেমন চিনাবাদাম, কাজুবাদাম, কাঠবাদাম এগুলোর মধ্যেও উচ্চমানের গ্যালারি রয়েছে৷ এসব খাদ্য আমাদের কোনোটা সকালে কোনোটা দুপুরে আবার কোনোটা রাতে খেতে হবে৷ চলুন এবার আমরা কোন খাবার কখন খেতে হবে সেগুলো সম্পর্কে জানি৷ 

মোটা হওয়ার জন্য সকালের খাদ্য তালিকা 

মোটা হওয়াার জন্য সকালের খাদ্য তালিকা সব মানুষের এক নয় ভিন্ন ভিন্ন ধরনের হয়৷ সকালের খাবারে মানুষ সাধারণত রুটি, কোন কিছুর ভাজি এবং সাথে আমাদের সবার পরিচিত ডিম থাকে৷ ওজন বাড়ানোর ক্ষেত্রে আমরা রুটি কে একটু তেল দিয়ে ভেজে নিতে পারি সম্ভব হলে একটু সাথে মাখন দিতে হবে৷ যদি কারো শরীরের অস্বাভাবিক অবস্থা থাকে তাহলে মাখন খাওয়া যাবেনা৷ আরেকটি বিষয় সকালে যদি আপনি ছোলা ভিজিয়ে খান তাহলে খুব সহজে মোটা হতে পারবেন৷ 

আরো পড়ুন: বাংলা আর্টিকেল লেখার নিয়ম

আবার কেউ যদি সকালের নাস্তায় পাউরুটি খেতে চান তাহলে পাউরুটির সাথে পিনাট বাটার নিয়ে খেতে হবে৷ কারণ পিনাট বাটারে উচ্চমানের ক্যালরি রয়েছে যা শরীরের ওজন বাড়াতে সাহায্য করে৷ তবে সকালের খাদ্যে অবশ্যই ডিম থাকতে হবে৷ যদি কেউ সিদ্ধ ডিম খেতে না পারে তাহলে হালকা তেলে পোচ করে হতে পারেন৷ 

মোটা হওয়ার জন্য দুপুরের খাদ্য তালিকা 

মোটা হওয়ার জন্য দুপুরের খাদ্য তালিকায় আমাদের সবার সাধারণত ভাত, ডাল, সবজি, মাছ ও কোনদিন মাংস থাকে৷ আমরা আমাদের বাসায় সাধারণত এইসব খাদ্যই দুপুরে সবচেয়ে বেশি খায়৷ এসব খাদ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে৷ যেহেতু আমরা আমাদের ওজন বৃদ্ধির করবো সেজন্য আমরা আগে যতটুকু খাবার খেতাম তার থেকে একটু বেশি পরিমাণে খেতে হবে৷ তবে দুপুরের খাদ্যের সাথে আর কিছু প্রোটিন যুক্ত খাবার যুক্ত করতে হবে৷ চলুন এবার  রাতে কি খাবার খেতে হবে সেগুলো সম্পর্কে জানি৷ 

মোটা হওয়ার জন্য রাতের খাদ্য তালিকা 

মোটা হওয়ার জন্য রাতের খাদ্য তালিকায় আমরা যা খায় সেসব খাদ্যই খেতে হবে৷ রাতের খাদ্য তালিকায় চর্বির পরিমাণটা একটু বেশি থাকতে হবে৷ চর্বির পরিমাণ বাড়াতে গিয়ে বেশি করে তেল দিয়ে রান্না করা যাবে না ৷ তেল নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে৷ যেকোনো সবজি রান্নার ক্ষেত্রে তেলে পরিমাণটা একটু বাড়াতে হবে তবে সেই তেলটা আগুনের তাপে বেশিক্ষণ রাখা যাবে না৷ তেল যদি বেশি আগুনের তাপে থাকে তাহলে সেই তেল শরীরের টক্সিসিটি বৃদ্ধি করে৷ 

এছাড়াও রাতের খাদ্য তালিকায় সালাদ জাতীয় জিনিস ব্যবহার করা যেতে পারে৷ যেমন : বিভিন্ন ধরনের সবজি, মৌসুমী ফল ইত্যাদি৷ বিশেষভাবে আপনি যদি খুব অল্প সময়ে মোটা হতে চান তাহলে খাদ্য তালিকায় প্রোটিন ও বিভিন্ন ধরনের চর্বি তবে সেটা স্বাস্থ্যকর হতে হবে এগুলোর পরিমাণ অবশ্যই বাড়াতে হবে৷ 

প্রকৃতিগতভাবে মোটা হওয়ার সহজ কিছু উপায় 

প্রকৃতিগতভাবে মোটা হওয়ার সহজ কিছু উপায় রয়েছে যা সম্পর্কে অনেক মানুষ জানে আবার অনেকেই রয়েছে যারা জানে না৷ চলুন এবার প্রকৃতিগতভাবে কিভাবে মোটা হওয়া যায় সেগুলো সম্পর্কে জানি৷ 

  • আমরা টেবিল চামচ সবাই চিনি৷ যদি এক টেবিল চামচ চিনির সাথে এক টেবিল চামচ মাখন মিশিয়ে প্রত্যেকদিন দুপুর এবং রাতে খাবার খাওয়ার ৩০ মিনিট আগে খাওয়া যায় তাহলে ওজন বৃদ্ধি পাবে৷ 
  • আমরা অনেকেই রয়েছি দুপুরে খাবারের পরে ঘুমায় না৷ যারা মোটা হতে চান তারা অবশ্যই দুপুরে খাবারের পরে ১ ঘন্টা ঘুমাতে হবে৷ এতে করে আমাদের বেশি ও মাথার মস্তিষ্ক বেশি পরিমাণে শক্তি যোগায়৷ এজন্য দুপুরে খাবারের পরে ঘুম দরকার৷ 
  • আমাদের সবার পরিচিত ফল হলো কলা৷ এই কলা আমরা সবাই খেতে পারি কারণ এই ফলের দাম আমাদের সবার আয়ত্তের মধ্যেই থাকে৷ এই কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি৷ যারা দ্রুত মোটা হতে চান তাদের জন্য এটি একটি কার্যকরী ফল৷ 

ওজন বৃদ্ধিতে ব্যায়ামের ভূমিকা 

সাত-দিনে-মোটা-হওয়ার-কার্যকরী- উপায়

ওজন বৃদ্ধিতে ব্যায়ামের ভূমিকা সম্পর্কে আমরা অনেকেই জানিনা৷ আমরা জানি ব্যায়াম শুধু মানুষকে ওজন কমাতে সাহায্য করে৷ কিন্তু আমাদের এই ধারণাটি একেবারেই ভুল৷ ওজন বৃদ্ধিতে আপনাকে প্রতিনিয়ত শুধু দৌড়ালে হবে না অভিজ্ঞ ট্রেইনার এর কাছে গিয়ে জিম করতে হবে৷ আপনার শরীরের গঠন দেখেই তিনি বলে দেবেন আপনার কোন ব্যায়ামটি করতে হবে৷ 

আরো পড়ুন: শরীর দুর্বল হয় কোন ভিটামিনের অভাবে

ব্যায়াম করলে মানুষের হজম শক্তি বৃদ্ধি পায় এতে করে মানুষ বেশি খাদ্য গ্রহণ করতে পারে৷ যার ফলে দ্রুত মোটা হতে সক্ষম হয়৷ আমরা আগেই বলেছি মোটা হওয়ার জন্য আগে যে পরিমাণে খাবার খেতাম তার থেকে একটু বেশি পরিমাণে খাবার খেতে হবে৷ 

ঘুম ও টেনশনমুক্ত থাকা 

ঘুম ও টেনশন মুক্ত থাকা একজন মানুষের খুবই প্রয়োজন৷সাত দিনে মোটা হওয়ার উপায় জানলে আপনিও মোটা হতে পারবেন৷একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিকভাবে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন তবে কোনো কারনে এর পরিমাণ ১ ঘন্টা কম হতে পারে এতে কোনো সমস্যা নেই৷ ৮ ঘন্টা ঘুম হলে মানুষের মস্তিষ্কটা সুস্থ থাকে৷ বর্তমানে মানুষের সবচেয়ে বড় ক্ষতির দিক হলো মানুষ সব সময় টেনশনে থাকে৷ টেনশন করলে মানুষের অবস্থা স্বাভাবিক থাকে না৷ 

অতিরিক্ত টেনশন মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে৷ বর্তমান মানুষের প্রায় সবারই টেনশন রয়েছে কারো টাকা চিন্তা, আবার কারো পরিবারের, আরো নানা ধরনের চিন্তা রয়েছে৷ এইসব চিন্তা বাদ দিয়ে সুস্থ জীবন বা টেনশন মুক্ত জীবন গড়ে তুলতে হবে৷ আর ক্যালরিযুক্ত খাবার তো অবশ্যই খেতে হবে৷ 

ওজন বৃদ্ধির ক্ষেত্রে সতর্কতা 

একজন বৃদ্ধির ক্ষেত্রে সর্বপ্রথমে সতর্কতা কথা অবলম্বন করতে হবে তাছাড়া আপনার বিপদ হতে পারে৷ আপনাকে সর্বপ্রথমে আপনার উচ্চতা সম্পর্কে বুঝতে হবে ৷ কারণ একজন মানুষের ওজন বৃদ্ধি তার উচ্চতার উপর নির্ভর করে৷ আপনার যদি এ সম্পর্কে ধারণা না থাকে তাহলে চিকিৎসকের বা অভিজ্ঞ কোন ব্যক্তির পরামর্শ নিতে পারেন৷ 

সাত দিনে মোটা হওয়ার উপায় জানুন৷ স্বাস্থ্যবান কে না হতে চায়৷ অতিরিক্ত চিকন হলে যেমন ভালো দেখায় না তেমনি অতিরিক্ত মোটা হয়ে গেলেও দেখতে ভালো লাগে না৷ তাই আপনি যদি অতিরিক্ত চিকন হয়ে থাকেন তাহলে আপনি উপরে দেওয়া তালিকা অনুযায়ী খাবার খেতে পারেন৷ যদি আপনার মনে হয় যে আপনি ভালোভাবে খাবার খেতে পারছেন না তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে ভালোভাবে পরামর্শ গ্রহণ করবেন৷ নিচে কিছু লক্ষণসমূহ দেওয়া হলো:

  1. শরীর অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া 
  2. মুখে অরুচি ভাব বা খেতে মন চায় না 
  3. মুখের ভিতরে ঘা হওয়া 
  4. পেটের ভিতরে ফাঁপা অনুভব হওয়া 
  5. কিছুদিন পর পর শরীর অসুস্থ হওয়া 
  6. খাবার গিলতে কষ্ট বা গলা ব্যথা করা 
  7. খাবার পরে পেটের সমস্যা হওয়া 

উপরে উল্লেখিত বিষয়গুলো দেখা দিলে অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে৷ 

শেষ কথা : সাত দিনে মোটা হওয়ার উপায় 

সাত দিনে মোটা হওয়ার উপায় সম্পর্কে আমরা উপরে সবকিছুই জেনে গেছি৷ মোটা হতে হলে অবশ্যই উপরের খাদ্য তালিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে৷ তবে কোন ধরনের ব্যায়াম করার ক্ষেত্রে আগে বিশেষজ্ঞের কাছে মতামত গ্রহণ করতে হবে৷ মতামত গ্রহণ না করে কোনো ব্যায়াম করবেন না৷ এতে শরীরের ক্ষতি হতে পারে৷ 

প্রিয় পাঠক সুস্থ ও সুন্দর থাকতে সুষম খাদ্যের কোনো বিকল্প নেই৷ তাই সকলেই সুস্থ ও সুন্দর থাকতে সুষম খাদ্য গ্রহণ করুন এবং অন্য কেউ সাহায্য করুন৷ প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই৷ আমাদের কনটেন্টগুলো যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করুন এবং আপনার পছন্দমতো কনটেন্ট পেতে আমাদেরকে একটি ফলো দিয়ে রাখুন৷ আল্লাহ হাফেজ৷ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url