ব্লগিং এ দ্রুত সফলতা পাওয়ার ২০ টি কার্যকরি উপায়
ব্লগিং এ সফলতা পাওয়ার উপায় সম্পর্কে আমরা অনেকেই জানিনা কিন্তু ব্লগার হিসেবে কাজ করার জন্য উদ্যোগ নিচ্ছি৷ আমরা সাধারণত ফেসবুক ইউটিউব এগুলোর মাধ্যমেই ব্লগিং নামক শব্দটা শুনেছি বা জেনেছি৷
পেজ সূচিপত্র : ব্লগিং এ সফলতা পাওয়ার উপায়
- ব্লগিং কি
- ব্লগিংটা কেন করবেন
- ব্লগিং শুরু করবেন কিভাবে
- ব্লগ এর জন্য নাম ও ওয়েবসাইট তৈরি
- ব্লগিং ওয়েবসাইট কাস্টমাইজেশন বা ডিজাইন
- ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সাবমিট
- প্রতিদিন ব্লগ পোস্ট করা
- মনিটাইজেশন বা ইনকামের জন্য আবেদন
- শেষ কথা: ব্লগিং এ সফলতা পাওয়ার উপায়
ব্লগিং কি
আমাদেরকে সর্বপ্রথম ব্লগার হিসেবে কাজ করতে হলে জানতে হবে ব্লগিং জিনিসটা কি৷ ব্লগ হলো এক ধরনের বইয়ের মতো৷ অর্থাৎ আমরা আমাদের বইকে যেভাবে ব্যবহার করি এ ব্লগটাও ঠিক তেমনি একটা জিনিস৷ বর্তমান ডিজিটাল যুগে আমরা অনলাইনে অনেক কিছু সার্চ করি৷ কিন্তু যেসব উত্তর আমাদের সামনে আসে সেগুলো কোনো না কোনো ব্লগার তৈরি করে৷একজন ব্লগারের ব্লগ লেখার যে মাধ্যম সেই মাধ্যমকে একসাথে ব্লগিং বলা হয়৷
আরো পড়ুন :পেঁয়াজ চাষের কার্যকরী কয়েকটি পদ্ধতি
আমাদের দেশে বর্তমানে তথ্য প্রযুক্তি দিক দিয়ে অনেক উন্নত হয়েছে৷ তাই ব্লগিং একটি অন্যতম পেশা হিসেবে আমাদের দেশে স্বীকৃতি পেয়েছে৷ ব্লগিং করার জন্য আপনার কয়েকটি নির্দিষ্ট বিষয়ে লিখতে হবে যা সম্পর্কে মানুষ সারা বছর অনলাইনে সার্চ করে৷ এসব সম্পর্কে আমরা নিচে বিস্তারিত সকল কিছু জানাবো৷একজন ব্লগার তার নিজের অভিজ্ঞতা, কোন বিষয়ে লেখা,ভিডিও ও নানা ধরনের ছবির মাধ্যমে তার ব্লগিংটা মানুষের কাছে পৌঁছে দেয়৷
ব্লগিংটা কেন করবেন
ব্লগিং কেন করবেন এই সম্পর্কে আপনি প্রথমে কিছুই জানেন না৷ একজন ব্লগারের উদ্দেশ্য হলো ২ টি৷ একজন ব্লগারের প্রথম উদ্দেশ্য তার ভিতরের যতগুলো অভিজ্ঞতা রয়েছে সেগুলো মানুষের মাঝে শেয়ার করা আর আরেকটি হলো ব্লগিং এর মাধ্যমে ইনকাম করা৷ অনলাইন থেকে ঘরে বসে প্যাসিভ ইনকাম করার জন্য ব্লগার একটি অন্যতম ওয়েবসাইট৷ বর্তমানে একজন ব্লগার ব্লগিং করে সাধারণত ইনকাম করার জন্য৷
এছাড়াও আপনি যদি ব্লগিং করেন তাহলে আস্তে আস্তে অনলাইনের জগতে আপনার একটি পরিচিতি গড়ে উঠবে৷ ব্লগিং লিখে আমাদের দেশে অনেকেই রয়েছে যারা তাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল করে তুলেছে৷ এছাড়াও ব্লগ লিখলে আপনার দ্বারা মানুষ অনেক কিছু জানার সুবিধা পাবে এবং আপনিও অনেক কিছু এ ব্লগিং থেকে জানতে পারবেন৷ ব্লগিংটা মূলত আপনার অভিজ্ঞতা আপনার ভিতরের মতামত গুলো মানুষের মাঝে শেয়ার করার জায়গা৷ আর ব্লগিং থেকে আমাদের ইনকাম তো আসবেই ইত্যাদি কারণে আমরা ব্লগিং করবো৷
ব্লগিং শুরু করবেন কিভাবে
আমাদেরকে ব্লগিং শুরু করার জন্য কিছু নির্দিষ্ট বিষয় সম্পর্কে লিখতে হবে ৷ যেগুলো লিখে আমাদের দেশে সবচেয়ে বেশি বা সারাবছর মানুষ অনলাইনে সার্চ করে৷ এমনভাবে ব্লগিং লিখলে আপনি খুব দ্রুতই সফলতা পাবেন৷ ব্লগিং লিখতে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য ঠিক করতে হবে৷ আপনি কোন বিষয় সম্পর্কে লিখবেন সেই বিষয়টা আগে খেয়াল করতে হবে৷ আমাদের দেশে ব্লগিং করার জন্যই বাংলা ভাষা ব্যবহার করতে হবে৷
আরো পড়ুন : বেগুন চাষের কয়েকটি পদ্ধতি ও পরিচর্যা
এছাড়াও আপনাকে আরো কয়েকটি বিষয় খেয়াল রেখে ব্লগিং শুরু করতে হবে৷ সেটা হলো আপনি যে পোস্টটি লিখবেন সেটা কাদের জন্য লিখবেন সেই বিষয়টাও আপনাকে লক্ষ্য রাখতে হবে৷ আপনি যদি এইসব বিষয় খেয়াল রাখেন তাহলে খুব তাড়াতাড়ি ব্লগিংয়ে সফলতা পাবেন৷ চলুন এবার আমরা জেনে নিই কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করবো৷
ব্লগ এর জন্য নাম ও ওয়েবসাইট তৈরি
ব্লগিং শুরু করার জন্য আমাদের সর্বপ্রথমে একটি সুন্দর দেখে নাম নির্বাচন করতে হবে এবং আপনি যে নামটি নির্বাচন করবেন সেই নামটি পরবর্তীতে আপনার ব্লগিং একাউন্টের ডোমেইন নাম হবে৷ এই নামটি দারায় আপনি অনলাইনে ব্লগার হিসেবে পরিচিতি লাভ করবেন৷ ব্লগ এর নাম নির্ধারণ করার পর আমাদের একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে৷ চলুন এবার কিভাবে ব্লগার একাউন্ট তৈরি করব সেই সম্পর্কে জানি৷
ব্লগিং ওয়েবসাইট কাস্টমাইজেশন বা ডিজাইন
ব্লগিং ওয়েবসাইট কাস্টমাইজেশন বা ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর লাগে৷একটি ব্লগার ওয়েবসাইট সাধারণত দেখতে সাধারণ দেখায়৷ এটিকে সুন্দর করে তুলতে আমাদেরকে থিম অ্যাপ্লাই করতে হবে৷ এমন থিম সেট করতে হবে যেটা দেখলে আপনার কাছেও ভালো লাগে এবং মানুষও যেন দেখে ভালো মনে করে৷ অযথা বেশি ডিজাইন করলে ওয়েবসাইটটি ভালো লাগেনা৷ আর ভালো না লাগলে কোনো পাঠকই আপনার ওয়েবসাইটটি পড়তে চাইবে না৷
একজন পাঠক আসে কনটেন্টটি ভালোভাবে পড়া ও দেখার জন্য৷ আপনি যদি আপনার কনটেন্টের মধ্যে অতিরিক্ত কিছু ব্যবহার করেন তাহলে সেটি দেখতে ভালো লাগবে না এবং পাঠকের পড়তে অসুবিধা হবে৷ এতে আপনার সফলতা পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে৷ এজন্য সর্বপ্রথমে আপনাকে ওয়েবসাইটটি ভালো করে ডিজাইন বা কাস্টমাইজেশন করতে হবে৷ তারপরে আপনি আপনার ব্লগিং লেখা শুরু করতে পারেন৷ এতে আপনার দ্রুত সফলতা আসার সম্ভাবনা রয়েছে৷
ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সাবমিট
ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের সাবমিট করার জন্য আপনাকে ভালোভাবে কিছু ব্লক পোস্ট বা কনটেন্ট লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে৷ ভালোভাবে পোস্ট লিখার পর আপনার ওয়েবসাইটটা যেন বর্তমানের ইন্টারনেট ব্যবহার করা মানুষগুলো আপনার ব্লগিং ওয়েবসাইটটা খুব সহজেই বের করতে পারে এর জন্য সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে৷ সার্চ ইঞ্জিন বলতে যেমন google এমন ধরনের সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে৷ যাতে করে মানুষ আপনার ওয়েবসাইটটি খুব সহজেই খুঁজে বের করতে পারে৷
প্রতিদিন ব্লগ পোস্ট করা
আপনি যদি প্রতিদিন ব্লগ পোস্ট করেন তাহলে আপনি সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ যারা সফলতা পেয়েছে তাদের সাথে আপনার একটাই পার্থক্য তারা হলো নিয়মিত ব্লগ পোস্ট করে ৷আপনিও যদি নিয়মিত ব্লগ পোস্ট করেন তাহলে আপনার সফলতা খুব তাড়াতাড়ি আসবে৷ আপনি কতদিন পরপর ব্লগ পোস্ট করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্লগের ক্যাটাগরির উপর৷
আরো পড়ুন : সাত দিনে মোটা হওয়ার কার্যকরী উপায়
তবে আপনাকে দ্রুত সফলতা আনার জন্য প্রতিনিয়ত ব্লক পোস্ট বা কনটেন্ট পাবলিশ করতে হবে৷ এতে করে আপনার ভিজিটরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে৷ আর ভিজিটরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলে আপনার সফলতা খুব সফলতা আসবে৷ এগুলো করার পরে আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আবেদন করতে হবে চলুন এবার সম্পর্কে জানি৷
মনিটাইজেশন বা ইনকামের জন্য আবেদন
আপনি যখন নিয়মিত ব্লক পোস্ট করবেন তখন আপনার ভিজিটর বেশি আসবে৷ বর্তমানে ব্লগিং করে অনেকে আয় করছে সেজন্য আপনাকেও মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে৷ যখন আপনার ওয়েবসাইটে বেশি পরিমাণে ভিজিটর আসবে তখন আপনি এই আবেদনটি করবেন৷ তাহলে খুব সহজেই আপনি মনিটাইজেশন পেতে পারেন৷ মনটা জেনেছেন পাওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতাসহ আপনার পোস্টগুলো লিখতে হবে৷
শেষ কথা: ব্লগিং এ সফলতা পাওয়ার উপায়
ব্লগিং এ সফলতা পাওয়ার উপায় সম্পর্কে আপনারা উপরে সবকিছুই জেনেছেন আপনি যদি উপরের বিষয়গুলো সবগুলো খেয়াল রেখে আপনার ওয়েবসাইটটি পরিচালনা করেন তাহলে দ্রুত সফলতা পাবেন৷ ব্লগিং করে অনেকে তার ভবিষ্যৎটা উজ্জ্বল করে তুলেছেন৷ আপনিও যদি একটু কষ্ট করে কাজ করেন তাহলে আপনার ভবিষ্যৎটাও উজ্জ্বল হবে৷ কথায় আছে কষ্ট করলে সুখ পাওয়া যায়৷ তাই আপনি যদি এখন কষ্ট করেন তাহলে ভবিষ্যতে সুখের দেখা পাবেন৷
প্রিয় পাঠক আমাদের এই পোস্টটি পরে যদি আপনি উপকৃত হন তাহলে অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন৷ তাহলে অন্য মানুষেও এই পোস্টটি পড়ে একজন সফল ব্লগার হিসেবে কাজ করতে পারবে৷ আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে ব্লগ পোস্ট করে থাকি৷ ততদিন সুস্থ থাকবেন৷ আল্লাহ হাফেজ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url