ব্লগিং এ দ্রুত সফলতা পাওয়ার ২০ টি কার্যকরি উপায়

ব্লগিং এ সফলতা পাওয়ার উপায় সম্পর্কে আমরা অনেকেই জানিনা কিন্তু ব্লগার হিসেবে কাজ করার জন্য উদ্যোগ নিচ্ছি৷ আমরা সাধারণত ফেসবুক ইউটিউব এগুলোর মাধ্যমেই ব্লগিং নামক শব্দটা শুনেছি বা জেনেছি৷

ব্লগিং-এ-সফলতা-পাওয়ার-উপায়অনলাইনে আমরা যদি কোন কিছু সার্চ দি তখন দেখা যায় অনেক ব্লগিং ওয়েবসাইট আমাদের সামনে আসে৷ এই পুরো পোস্টটিতে আমরা সাধারণত ব্লগিং কি,এটা কেন করা হয় এবং ব্লগিং কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে পুরো ধারণা আপনি এই পোস্ট থেকে পাবেন৷

পেজ সূচিপত্র : ব্লগিং এ সফলতা পাওয়ার উপায়

ব্লগিং কি 

আমাদেরকে সর্বপ্রথম ব্লগার হিসেবে কাজ করতে হলে জানতে হবে ব্লগিং জিনিসটা কি৷ ব্লগ হলো এক ধরনের বইয়ের মতো৷ অর্থাৎ আমরা আমাদের বইকে যেভাবে ব্যবহার করি এ ব্লগটাও ঠিক তেমনি একটা জিনিস৷ বর্তমান ডিজিটাল যুগে আমরা অনলাইনে অনেক কিছু সার্চ করি৷ কিন্তু যেসব উত্তর আমাদের সামনে আসে সেগুলো কোনো না কোনো ব্লগার তৈরি করে৷একজন ব্লগারের ব্লগ লেখার যে মাধ্যম সেই মাধ্যমকে একসাথে ব্লগিং বলা হয়৷ 

আরো পড়ুন :পেঁয়াজ চাষের কার্যকরী কয়েকটি পদ্ধতি 

আমাদের দেশে বর্তমানে তথ্য প্রযুক্তি দিক দিয়ে অনেক উন্নত হয়েছে৷ তাই ব্লগিং একটি অন্যতম পেশা হিসেবে আমাদের দেশে স্বীকৃতি পেয়েছে৷ ব্লগিং করার জন্য আপনার কয়েকটি নির্দিষ্ট বিষয়ে লিখতে হবে যা সম্পর্কে মানুষ সারা বছর অনলাইনে সার্চ করে৷ এসব সম্পর্কে আমরা নিচে বিস্তারিত সকল কিছু জানাবো৷একজন ব্লগার তার নিজের অভিজ্ঞতা, কোন বিষয়ে লেখা,ভিডিও ও নানা ধরনের ছবির মাধ্যমে তার ব্লগিংটা মানুষের কাছে পৌঁছে দেয়৷ 

ব্লগিংটা কেন করবেন

ব্লগিং কেন করবেন এই সম্পর্কে আপনি প্রথমে কিছুই জানেন না৷ একজন ব্লগারের উদ্দেশ্য হলো ২ টি৷ একজন ব্লগারের প্রথম উদ্দেশ্য তার ভিতরের যতগুলো অভিজ্ঞতা রয়েছে সেগুলো মানুষের মাঝে শেয়ার করা আর আরেকটি হলো ব্লগিং এর মাধ্যমে ইনকাম করা৷ অনলাইন থেকে ঘরে বসে প্যাসিভ ইনকাম করার জন্য ব্লগার একটি অন্যতম ওয়েবসাইট৷ বর্তমানে একজন ব্লগার ব্লগিং করে সাধারণত ইনকাম করার জন্য৷  

এছাড়াও আপনি যদি ব্লগিং করেন তাহলে আস্তে আস্তে অনলাইনের জগতে আপনার একটি পরিচিতি গড়ে উঠবে৷ ব্লগিং লিখে আমাদের দেশে অনেকেই রয়েছে যারা তাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল করে তুলেছে৷ এছাড়াও ব্লগ লিখলে আপনার দ্বারা মানুষ অনেক কিছু জানার সুবিধা পাবে এবং আপনিও অনেক কিছু এ ব্লগিং থেকে জানতে পারবেন৷ ব্লগিংটা মূলত আপনার অভিজ্ঞতা আপনার ভিতরের মতামত গুলো মানুষের মাঝে শেয়ার করার জায়গা৷ আর ব্লগিং থেকে আমাদের ইনকাম তো আসবেই ইত্যাদি কারণে আমরা ব্লগিং করবো৷ 

ব্লগিং শুরু করবেন কিভাবে 

আমাদেরকে ব্লগিং শুরু করার জন্য কিছু নির্দিষ্ট বিষয় সম্পর্কে লিখতে হবে ৷ যেগুলো লিখে আমাদের দেশে সবচেয়ে বেশি বা সারাবছর মানুষ অনলাইনে সার্চ করে৷ এমনভাবে ব্লগিং লিখলে আপনি খুব দ্রুতই সফলতা পাবেন৷ ব্লগিং লিখতে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য ঠিক করতে হবে৷ আপনি কোন বিষয় সম্পর্কে লিখবেন সেই বিষয়টা আগে খেয়াল করতে হবে৷ আমাদের দেশে ব্লগিং করার জন্যই বাংলা ভাষা ব্যবহার করতে হবে৷ 

আরো পড়ুন : বেগুন চাষের কয়েকটি পদ্ধতি ও পরিচর্যা 

এছাড়াও আপনাকে আরো কয়েকটি বিষয় খেয়াল রেখে ব্লগিং শুরু করতে হবে৷ সেটা হলো আপনি যে পোস্টটি লিখবেন সেটা কাদের জন্য লিখবেন সেই বিষয়টাও আপনাকে লক্ষ্য রাখতে হবে৷ আপনি যদি এইসব বিষয় খেয়াল রাখেন তাহলে খুব তাড়াতাড়ি ব্লগিংয়ে সফলতা পাবেন৷ চলুন এবার আমরা জেনে নিই কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করবো৷ 

ব্লগ এর জন্য নাম ও ওয়েবসাইট তৈরি 

ব্লগিং শুরু করার জন্য আমাদের সর্বপ্রথমে একটি সুন্দর দেখে নাম নির্বাচন করতে হবে এবং আপনি যে নামটি নির্বাচন করবেন সেই নামটি পরবর্তীতে আপনার ব্লগিং একাউন্টের ডোমেইন নাম হবে৷ এই নামটি দারায় আপনি অনলাইনে ব্লগার হিসেবে পরিচিতি লাভ করবেন৷ ব্লগ এর নাম নির্ধারণ করার পর আমাদের একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে৷ চলুন এবার কিভাবে ব্লগার একাউন্ট তৈরি করব সেই সম্পর্কে জানি৷ 

ব্লগিং-এ-সফলতা-পাওয়ার-উপায়আপনি চাইলেই একটি ব্লগার একাউন্ট ফ্রিতে কিংবা টাকা দিয়েও তৈরি করতে পারেন৷ আমাদের দেশে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য google আমাদেরকে একটি সুবিধা দিয়েছে৷ আমরা যদি গুগলে blogger.com এই কথাটি লিখে সার্চ দি তাহলে আমাদের সামনে একটি ওয়েবসাইটের নাম আসবে সেখানে ঢুকে আপনি যেই নামটি সিলেক্ট করেছেন সেই নামটি দিয়ে একটা ব্লগার একাউন্ট খুলবেন৷ তারপরে এ ব্লগার একাউন্টে ডোমেইন যুক্ত করে আপনি ব্লগিং শুরু করতে পারবেন৷ রাজ্য ছাড়া যেমন রাজা হওয়া যায় না তেমনি ওয়েবসাইট ছাড়া একজন ব্লগার হওয়া সম্ভব নয়৷ 

ব্লগিং ওয়েবসাইট কাস্টমাইজেশন বা ডিজাইন 

ব্লগিং ওয়েবসাইট কাস্টমাইজেশন বা ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর লাগে৷একটি ব্লগার ওয়েবসাইট সাধারণত দেখতে সাধারণ দেখায়৷ এটিকে সুন্দর করে তুলতে আমাদেরকে থিম অ্যাপ্লাই করতে হবে৷ এমন থিম সেট করতে হবে যেটা দেখলে আপনার কাছেও ভালো লাগে এবং মানুষও যেন দেখে ভালো মনে করে৷ অযথা বেশি ডিজাইন করলে ওয়েবসাইটটি ভালো লাগেনা৷ আর ভালো না লাগলে কোনো পাঠকই আপনার ওয়েবসাইটটি পড়তে চাইবে না৷ 

একজন পাঠক আসে কনটেন্টটি ভালোভাবে পড়া ও দেখার জন্য৷ আপনি যদি আপনার কনটেন্টের মধ্যে অতিরিক্ত কিছু ব্যবহার করেন তাহলে সেটি দেখতে ভালো লাগবে না এবং পাঠকের পড়তে অসুবিধা হবে৷ এতে আপনার সফলতা পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে৷ এজন্য সর্বপ্রথমে আপনাকে ওয়েবসাইটটি ভালো করে ডিজাইন বা কাস্টমাইজেশন করতে হবে৷ তারপরে আপনি আপনার ব্লগিং লেখা শুরু করতে পারেন৷ এতে আপনার দ্রুত সফলতা আসার সম্ভাবনা রয়েছে৷ 

ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সাবমিট 

ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের সাবমিট করার জন্য আপনাকে ভালোভাবে কিছু ব্লক পোস্ট বা কনটেন্ট লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে৷ ভালোভাবে পোস্ট লিখার পর আপনার ওয়েবসাইটটা যেন বর্তমানের ইন্টারনেট ব্যবহার করা মানুষগুলো আপনার ব্লগিং ওয়েবসাইটটা খুব সহজেই বের করতে পারে এর জন্য সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে৷ সার্চ ইঞ্জিন বলতে যেমন google এমন ধরনের সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে৷ যাতে করে মানুষ আপনার ওয়েবসাইটটি খুব সহজেই খুঁজে বের করতে পারে৷ 

প্রতিদিন ব্লগ পোস্ট করা 

আপনি যদি প্রতিদিন ব্লগ পোস্ট করেন তাহলে আপনি সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ যারা সফলতা পেয়েছে তাদের সাথে আপনার একটাই পার্থক্য তারা হলো নিয়মিত ব্লগ পোস্ট করে ৷আপনিও যদি নিয়মিত ব্লগ পোস্ট করেন তাহলে আপনার সফলতা খুব তাড়াতাড়ি আসবে৷ আপনি কতদিন পরপর ব্লগ পোস্ট করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্লগের ক্যাটাগরির উপর৷ 

আরো পড়ুন : সাত দিনে মোটা হওয়ার কার্যকরী উপায় 

তবে আপনাকে দ্রুত সফলতা আনার জন্য প্রতিনিয়ত ব্লক পোস্ট বা কনটেন্ট পাবলিশ করতে হবে৷ এতে করে আপনার ভিজিটরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে৷ আর ভিজিটরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলে আপনার সফলতা খুব সফলতা আসবে৷ এগুলো করার পরে আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আবেদন করতে হবে চলুন এবার সম্পর্কে জানি৷ 

মনিটাইজেশন বা ইনকামের জন্য আবেদন 

আপনি যখন নিয়মিত ব্লক পোস্ট করবেন তখন আপনার ভিজিটর বেশি আসবে৷ বর্তমানে ব্লগিং করে অনেকে আয় করছে সেজন্য আপনাকেও মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে৷ যখন আপনার ওয়েবসাইটে বেশি পরিমাণে ভিজিটর আসবে তখন আপনি এই আবেদনটি করবেন৷ তাহলে খুব সহজেই আপনি মনিটাইজেশন পেতে পারেন৷ মনটা জেনেছেন পাওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতাসহ আপনার পোস্টগুলো লিখতে হবে৷ 

মনিটাইজেশন-এর-জন্য-আবেদনউপরের লেখা সম্পূর্ণ বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে আপনিও দ্রুত সফলতা পাবেন৷ আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন আপনার ওয়েবসাইটটি একটি অমূল্য সম্পদে পরিণত হবে৷ এডসেন্স পেয়ে গেলে আপনি বসে থেকেই আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন৷ 

শেষ কথা: ব্লগিং এ সফলতা পাওয়ার উপায় 

ব্লগিং এ সফলতা পাওয়ার উপায় সম্পর্কে আপনারা উপরে সবকিছুই জেনেছেন আপনি যদি উপরের বিষয়গুলো সবগুলো খেয়াল রেখে আপনার ওয়েবসাইটটি পরিচালনা করেন তাহলে দ্রুত সফলতা পাবেন৷ ব্লগিং করে অনেকে তার ভবিষ্যৎটা উজ্জ্বল করে তুলেছেন৷ আপনিও যদি একটু কষ্ট করে কাজ করেন তাহলে আপনার ভবিষ্যৎটাও উজ্জ্বল হবে৷ কথায় আছে কষ্ট করলে সুখ পাওয়া যায়৷ তাই আপনি যদি এখন কষ্ট করেন তাহলে ভবিষ্যতে সুখের দেখা পাবেন৷ 

প্রিয় পাঠক আমাদের এই পোস্টটি পরে যদি আপনি উপকৃত হন তাহলে অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন৷ তাহলে অন্য মানুষেও এই পোস্টটি পড়ে একজন সফল ব্লগার হিসেবে কাজ করতে পারবে৷ আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে ব্লগ পোস্ট করে থাকি৷ ততদিন সুস্থ থাকবেন৷ আল্লাহ হাফেজ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url