শরীর দূর্বল হয় কোন ভিটামিনের অভাবে

  

আমরা অনেকেই শরীরের দুর্বলতা অনুভব করি কিন্তু আমরা জানি না যে কিসের জন্য আমাদের শরীর দুর্বল হয়৷ এই কনটেন্টে আমরা বিস্তারিত সকল কিছু জানাবো৷ 

শরীর-দূর্বল-হয়-কোন-ভিটামিনের-অভাবে

এছাড়াও কোন কোন খাদ্য খেলে আমাদের শরীরের দুর্বলতা দূর হবে তাও বিস্তারিত সকল তথ্য এই কনটেন্ট এর ভিতরেই পাবেন৷ দেরি না করে চলুন শুরু করি৷ 

পেজ সূচিপত্র :  শরীর দুর্বল হয় কোন ভিটামিনের অভাবে

 যে ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় 

যে ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় সেই ভিটামিনযুক্ত খাবার আমরা অনেকেই ভালো করে খাই না৷ ভিটামিন বি-১২ এর অভাবে শরীর দুর্বল হয়৷ আমরা অনেকেই ভিটামিন বি -১২ আছে এমন খাবার খেতে চায় না৷ যার কারনে শরীর বেশি দুর্বল হয়ে পড়ে৷ শরীর সুস্থ রাখতে ভিটামিন বি-১২ এর প্রয়োজনীয়তা অনেক বেশি ৷ 

একটি মানুষ সুস্থ থাকতে সব রকম ভিটামিন যুক্ত খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ প্রত্যেকটি ভিটামিন মানব দেহের কোন না কোন কাজে লাগে৷ শরীর দুর্বল হয় ভিটামিন বি - ১২ এর অভাবে৷ আমরা আরো বিস্তারিত সকল কিছু নিচে জানাবো মনোযোগ সহকারে সম্পূর্ণ কনটেন্টটি পড়ুন৷ 

মানবদেহের জন্য ভিটামিন বি-১২ প্রয়োজনীয়তা 

শরীর-দূর্বল-হয়-কোন-ভিটামিনের-অভাবে

মানবদেহে ভিটামিন বি-১২ এর অভাব দেখা দিলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে৷ এর মধ্যে প্রধান কয়েকটি সমস্যা হলো মাথা ঘোরা, শরীরের দুর্বলতা, কোন কিছু ভুলে যাওয়া, নানা রকম বিষয়ে দুশ্চিন্তা ইত্যাদি সমস্যাগুলো হলো প্রধান সমস্যা৷ আরো একটি মূল সমস্যা হতে পারে সেটি হলো রক্তশূন্যতা৷ 

মানবদেহে যদি রক্তশূন্যতা দেখা দেয় তাহলে রক্তশূন্যতা আক্রান্ত ব্যক্তি খুব অল্পতেই দুর্বল হয়ে পড়ে,বেশি পরিশ্রম করতে পারেনা অল্প পরিশ্রমে শরীর ক্লান্ত হয়ে পড়ে৷ বুক ধড়ফড় করা সমস্যাও দেখা দেয়৷ যদি অনেকদিন ধরে ভিটামিন বি-১২ এর অভাব থাকে তাহলে স্নায়বিক সমস্যা দেখা দেয়৷ যার জন্য শরীরের হাঁটাচলা স্বাভাবিক হয় না৷ এমন সমস্যা হলে দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ গ্রহণ করতে হবে৷ 

শরীরের জন্য ভিটামিন বি-১২ কতটুকু প্রয়োজন 

শরীরে ভিটামিন বি-১২ এর প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ৷ বয়স ভেদে এর এর চাহিদা কম বেশি হয়৷ ভিটামিন বি-১২ হলো পানিতে দ্রবণীয় উপাদান৷ এর মানে বোঝাচ্ছে যে মানবদেহের ঘাটতি পূরণ হয়ে গেলে অবশিষ্ট ভিটামিন প্রস্রাবের মাধ্যমে মানবদেহ থেকে বের হয়ে যায়৷ শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষের জন্য প্রয়োজন অনুসারে ভিটামিন বি-১২ এর প্রয়োজন৷ 

শিশুর বয়স যখন জন্মের পর থেকে ৬ মাস হবে তখন ০.৪ মিলিগ্রাম, তারপরে যখন ৭ থেকে ১২ মাস বয়স হবে তখন এর পরিমাণ হবে ০.৫ মিলিগ্রাম, এরপরে  যখন শিশুর বয়স ১ থেকে ৩ বছর হবে তখন এর পরিমাণ বেড়ে ০.৯ মিলিগ্রাম হবে৷ যখন ৪ থেকে ৮ বছর হবে তখন এর পরিমাণ হবে ১.২ মিলিগ্রাম৷ ৯ থেকে ১৩ বছর বয়স যখন হবে তখন এর পরিমাণ ১.৮ মিলিগ্রাম হবে৷ 

এরপরে ১৪ থেকে ৫০ বছর পর্যন্ত মানবদেহে একই পরিমাণ ভিটামিন বি-১২ এর প্রয়োজন৷ ১৪ থেকে ৫০ বছর হলে প্রতিনিয়ত ২.৪ মিলিগ্রাম প্রয়োজন৷ এছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এর পরিমাণ একটু বেড়ে ২.৬ মিলিগ্রাম হবে৷ উপরে উল্লেখিত বয়স ভেদে ভিটামিন  মানবদেহে বি-১২ প্রয়োজন হয়৷ 

ভিটামিন বি-১২ এর অভাব হলে যা হয় 

ভিটামিন বি-১২ এর অভাব হলে শরীরের অনেক রোগের দেখা দেয়৷ বিশেষ করে ভিটামিন বি-১২ মানবদেহের সবচেয়ে ক্ষতির কারণ শরীর দুর্বল করে ফেলে৷ সব সময়ই ক্লান্ত অনুভব হয়৷ এমনকি ভিটামিন বি-১২ এর অভাবে চোখে ঝাপসা দেখা যায়৷ তাই ভিটামিন বি-১২ যুক্ত খাবার আমাদের সবাইকে খাওয়া উচিত৷ এই ভিটামিনের অভাবে মানব দেহের বিভিন্ন ক্ষতিসাধন করে৷ 

মানবদেহে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি-১২ না থাকলে শরীরে এক ধরনের লাল রক্ত কোষ রয়েছে যার তৈরি হয় না৷ যার ফলে মানবদেহে অক্সিজেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না৷ এছাড়াও আরো একটি ক্ষতি হয় আমাদের ত্বকের ত্বক ফ্যাকাসে হয়ে যায়৷ তাই আমাদের সবার উচিত ভিটামিন বি-১২ আছে এমন সব ধরনের খাবার খাওয়া উচিত৷ 

যেসব খাদ্যে ভিটামিন বি-১২ পাওয়া যায় 

শরীর-দুর্বল-হয়-কোন-ভিটামিনের-অভাবে

প্রায় সব ধরনের খাদ্যেই ভিটামিন বি-১২ থাকে৷ মানবদেহের জন্য আমিষ ও নিরামিষ দুই ধরনের খাদ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ ভিটামিন বি-১২ আমিষ ও নিরামিষ দুই ধরনের উৎসতেই পাওয়া যায়৷ তবে নিরামিষ এর চেয়ে আমিষ জাতীয় খাবারেই ভিটামিন বি-১২ টি বেশি পাওয়া যায়৷ 

বিশেষ করে প্রাণিজ জাতীয় খাবারগুলোতে এই ভিটামিনটি বেশি পরিমাণে থাকে৷ যেমন দুধ,ডিম এবং দুগ্ধ জাতীয় যত রকম খাবার রয়েছে৷ আরো রয়েছে ডাল, নানা রকম শস্য, সমুদ্রের মাছ, মাংস ও প্রাণীর কলিজা, মাশরুম ইত্যাদি জিনিসেও এই ভিটামিনটি বিদ্যমান থাকে৷ 

শেষ কথা : শরীর দুর্বল হয় কোন ভিটামিনের অভাবে

যে ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় তার সম্পর্কে আমরা উপরের সবই জেনেছি৷ তাই শরীরের দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন বি-১২ আছে এমন খাবার খাওয়া উচিত৷ মানুষের যদি শরীরই ভালো না থাকে তাহলে কোন কিছুই ভালো লাগেনা৷ তাই শরীর যাতে সুস্থ থাকে জন্য ভিটামিন যুক্ত খাবার খাইতে হবে৷ 

শরীর সুস্থ সুন্দর রাখতে ভিটামিন যুক্ত খাবারের তুলনা হয় না৷ আপনারা প্রতিনিয়ত আপনাদের পছন্দের ভাষায় যদি ভালো ভালো কনটেন্ট পেতে চান তাহলে আমাদের ব্লগ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন৷ আজকে এ পর্যন্তই আগামীতে আরো নতুন নতুন কনটেন্ট আপনাদের জন্য তৈরি করবো৷ আল্লাহ হাফেজ৷ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url