সঠিক পদ্ধতিতে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানা থাকলে আপনার অনেক উপকারে আসবে৷ আপনি
যদি ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে আপনার জন্যই আমাদের এই কন্টেন্টটি৷ ব্যাংক
একাউন্ট খুলতে হলে আমাদের এই কনটেন্টটি পুরো ভালোভাবে পড়ুন৷
কারণ আমরা এই কনটেন্টে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সঠিক পদ্ধতি সম্পর্কে
বিস্তারিত সকল কিছু এই কনটেন্টে জানাবো৷ আপনি যদি আমাদের এই কনটেন্টটি পড়েন
তাহলে আপনি সব ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন৷ তাই পুরো পোস্টটি মনোযোগ সহকারে
পড়ুন৷
পেজ সূচিপত্র : ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংকের ফরম
- ব্যাংক একাউন্টের ধরন
- চলতি হিসাব বা কারেন্ট একাউন্ট
- সেভিংস বা সঞ্চয়ী হিসাব একাউন্ট
- ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
- ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
- শেষ কথা : ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর্বে আপনাকে নির্বাচন করতে হবে যে কোন ব্যাংকে আপনি
আপনার একাউন্টটি খুলতে চাচ্ছেন৷ আমাদের দেশে মূলত সরকারি ও বেসরকারিভাবে ৪৭
টি ব্যাংক রয়েছে৷ এর মধ্যে আপনাকে একটি নির্দিষ্ট ব্যাংক বাছাই করে ওই এক ওই
ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে৷ ব্যাংক একাউন্ট বাছাই করার সময় আপনাকে
ব্যাংকের বিষয়ে সকল কিছু ভালো করে জেনে নেওয়া লাগবে৷ তাহলে আপনি আপনার
একাউন্টে টাকা রেখে ভালো সুবিধা পাবেন৷
ব্যাংকে একাউন্ট খোলার সময় আপনাকে ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো করে
জানতে হবে৷ যেমন - ব্যাংকিংয়ের চার্জ কত এবং অনলাইনে সার্ভিস সুবিধাগুলো এসব
বিষয়গুলো জানতে হবে৷ আরো ব্যাংকের কোয়ালিটি সম্পর্কে খোঁজখবর নিতে হবে৷
আপনি যদি কোন সুদ ছাড়া বা সুদমুক্ত ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে আপনি
বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারেন৷ তবে আপনি যে
ব্যাংকে একাউন্ট করেন না কেন এই ব্যাংকের নিয়ম-নীতি সম্পর্কে ভালো করে জেনে
নিবেন৷
ব্যাংকের ফরম
আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশে দুই ধরনের ব্যাংক ফরম পাওয়া যায়৷ আপনি আপনার
অ্যাকাউন্ট দুই ধরনের খুলতে পারেন৷ একটি হলো ব্যক্তিগত বা পার্সোনাল
অ্যাকাউন্ট ফরম আর আরেকটি হলো অব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক একাউন্ট ফরম৷
ব্যক্তিগত বা পার্সোনাল একাউন্ট ফরম : ব্যক্তিগত বা পার্সোনাল একাউন্ট ফরম বলতে বোঝায় আমাদের একান্ত নিজে ব্যবহার
করার জন্য একাউন্ট৷ এই ব্যাংক একাউন্ট এর নাম নির্দিষ্ট ব্যক্তির হয়ে থাকে ৷
এই ফর্মের মাধ্যমে মানুষ একাধিক নাম দিয়েও একাউন্ট খুলতে পারে৷
অব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক একাউন্ট ফরম : অব্যক্তিগত বা
প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ফরমে যদি কোন ব্যাংক একাউন্টের উপরের নাম বা টাইটেল
কোনো বন্ধ একাউন্টের নাম যদি কোনো প্রতিষ্ঠানের নামের সাথে মিল থাকে তাহলে ওই
একাউন্টটি অব্যেক্তিগত একাউন্ট হিসেবে গণ্য হবে৷
ব্যাংক একাউন্টের ধরন
ব্যাংক একাউন্টে অনেক ধরনের ধরণ রয়েছে৷ ব্যাংক অ্যাকাউন্টে ধরন বলতে বোঝায়
আপনি কোন পদ্ধতিতে আপনার টাকা রাখতে চাচ্ছেন৷ আপনি ইচ্ছা করলে বিভিন্ন উপায়ে
টাকা রাখতে পারেন৷ অনেকেই রয়েছে প্রতিনিয়তই ব্যাংকে গিয়ে টাকা জমা করে৷
আবার অনেকেই রয়েছে মাসে যেকোনো একদিন গিয়ে টাকা জমা করে৷ তাই আপনি যেভাবে
টাকা জমা রাখতে চাচ্ছেন সে হিসেবে একাউন্ট খুলতে হবে৷
আরো পড়ুন :
পেটের চর্বি কমানোর ২০ টি কার্যকরী উপায়
অনেকে রয়েছেন সপ্তাহে একবার দুইবার টাকা তুলেন ও জমা রাখেন তারাই ব্যাংক
একাউন্ট খোলার সময় এর ধরন সম্পর্কে বিস্তারিত জেনে অ্যাকাউন্ট খুলবেন৷ চলুন
এবার ব্যাংক একাউন্টের ধরন সম্পর্কে জানি৷
চলতি হিসাব বা কারেন্ট একাউন্ট
চলতি হিসাব বা কারেন্ট একাউন্ট বলতে বোঝা যাচ্ছে যে এই একাউন্টটি ব্যবসা
প্রতিষ্ঠানের জন্য খোলা হয়৷ কারণ এই ধরনের একাউন্টে আপনি প্রত্যেকদিন টাকা
তুলা বা জমা করতে পারবেন৷ এক্ষেত্রে আপনাকে ব্যাংকে কোন বাড়তি টাকা বা সুদ
দিতে হবে না৷ তবে ব্যাংকে টাকা রাখলে দেখতো কিছু চার্জ নিবেই৷ এই ধরনের
একাউন্ট এর জন্য ব্যাংক বছরে অল্প পরিমাণ সার্ভিস চার্জ নিয়ে থাকে৷
এই অ্যাকাউন্টটি তারাই খুলতে পারবেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি যেমন
ডাক্তার, কোন আইনের লোক ও বিশিষ্ট ব্যবসায়ীরা এসব একাউন্ট খুলতে পারবেন৷ এই
অ্যাকাউন্টটি সকল মানুষকে খুলতে দেয় না৷ কারণ এই অ্যাকাউন্টে মানুষ যেকোনো
সময় টাকা তুলতে পারবে এবং সেটা ব্যাংক কর্তৃপক্ষ দিতে কোন আপত্তিকর কথা বা
বাধা দিতে পারবেনা বরং দিতে বাধ্য থাকবে৷
সেভিংস বা সঞ্চয়ী হিসাব একাউন্ট
সেভিংস বা সঞ্চয়ী হিসাব একাউন্ট এই অ্যাকাউন্টটি সব ধরনের মানুষ খুলতে পারে৷
এই অ্যাকাউন্টটি তে আপনি চাইলে সপ্তাহে একবার এবং সর্বোচ্চ দুইবার টাকা জমা
বা তুলতে পারবেন৷ তবে এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনার
জমা টাকার ওপর বছরে সর্বনিম্ন ৫% এবং সর্বোচ্চ ৭% হারে সুদ প্রদান করতে হবে৷
তবে এই সুদের হার বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে কম বা বেশি হতে পারে৷
যেহেতু এটি একটি সেভিংস অ্যাকাউন্ট তাই এই অ্যাকাউন্টটিতে আপনার টাকা নিরাপদে
রাখার অনুমতি দেয়৷ তবে এই অ্যাকাউন্টটি তাদের জন্যই উপযোগী যাদের সব সময়
টাকার প্রয়োজন হয় না৷ তাহলে ব্যবহার করলে আপনার উপকার হবে৷
ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য
প্রদান করতে হবে৷ উপরে আমরা ব্যাংক একাউন্ট খোলার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত
সকল কিছুই জেনেছি৷ চলুন এবার ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগবে
সেগুলো সম্পর্কে জানা যাক -
পূরণ করা ব্যাংকের একাউন্ট ফরম : ব্যাংক একাউন্ট খোলার
জন্য আপনি যেই ফরমটি পূরণ করেছেন সেই ফরমটি জমা দিতে হবে৷ এতে করে আপনি কোন
ধরনের একাউন্ট খুলতে চাচ্ছেন সেটা বোঝা যাবে৷
আরো পড়ুন : ৭ দিনে মোটা হওয়ার কার্যকরী উপায়
পরিচয় প্রদানকারী : পরিচয় প্রদানকারী বলতে আপনি যে ব্যাংকে
একাউন্ট খুলতে বা টাকা রাখতে চাচ্ছেন সেই ব্যাংকের একজন গ্রাহক বা যে
ব্যক্তির ওই ব্যাংকে একাউন্ট রয়েছে তাকে লাগবে৷
নমিনী : নমিনী বলতে আমরা সবাই জানি যে ব্যাংক একাউন্ট
খোলার সময় একজন নমিনির প্রয়োজন হয়৷ এই নমিনি আপনি যাকে খুশি তাকেই দিতে
পারেন৷ নমিনি বলতে যদি মারা যান তাহলে আপনার টাকা ওই ব্যক্তি তুলতে পারবে৷
ছবি প্রদান করা : অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই ২-৩ কপি
ছবি প্রদান করতে হবে ৷ অবশ্যই সেই ছবিটি যার নামে একাউন্ট খুলবেন তার হতে
হবে৷
টাকা জমা দেওয়া : সবকিছু দেওয়া হয়ে গেলে আপনাকে আপনার ব্যাংক
অ্যাকাউন্টটি সচল করার জন্য কিছু টাকা জমা দিতে হবে৷
অন্যান্য কাগজপত্র : অন্যান্য কাগজপত্রে বলতে বোঝাচ্ছে যে
প্রত্যেক ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি
এবং আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার চেয়ারম্যানের কাছ থেকে আপনার
নাগরিক সনদপত্র জমা দিতে হবে৷ এছাড়া আপনার পরিচয় পত্রের সাথে মিল রেখে
ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা স্টুডেন্ট আইডি কার্ড এগুলোর মধ্যে যেকোনো
দুটি জমা দিতে হবে৷
অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
অগ্রণী ব্যাংক আমাদের দেশের একে জনপ্রিয় ব্যাংক৷ এই ব্যাংকটি বাংলাদেশের সকল
জেলাতেই অবস্থিত রয়েছে৷ অগ্রণী ব্যাংকের একাউন্ট খোলার বেশ কিছু নিয়ম নীতি
রয়েছে৷ এই ব্যাংকটিতে মোট চার ধরনের অ্যাকাউন্ট খোলা যায় -
- স্টুডেন্ট একাউন্ট
- সেভিংস বা সঞ্চয় হিসাব অ্যাকাউন্ট
- সেলারি একাউন্ট
- চলতি হিসাব বা কারেন্ট একাউন্ট
প্রয়োজনীয় কাগজপত্র
- আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর ছবি
- যার নামে একাউন্ট খোলা হবে সেই ব্যক্তির পাসপোর্ট সাইজের রঙ্গিন দুই কপি ছবি
- যাকে নমিনি বানানো হবে তার জাতীয় পরিচয় পত্রের ছবি এবং রঙিন ছবি এক কপি
- টাকা জমা দেওয়ার পরিমাণ
ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
আমাদের দেশে বেসরকারিভাবে জনপ্রিয় ব্যাংকিং সেবা দিয়ে আসছে আমাদের সবার
পরিচিত ডাচ বাংলা ব্যাংক৷ এই ব্যাংকটিতে নিরাপত্তাসহ আপনি টাকা লেনদেন করতে
পারেন৷ তবে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নিয়ম নীতি ও
কাগজপত্রের দরকার হয়৷
ডাচ বাংলা ব্যাংকে মোট পাঁচ ধরনের অ্যাকাউন্ট খোলা যায়৷ নিচে এই পাঁচ ধরনের
একাউন্টের নাম দেওয়া হলো -
- সেভিংস বা সঞ্চয় হিসাব একাউন্ট
- স্টুডেন্ট একাউন্ট
- কারেন্ট বা চলতি হিসাব একাউন্ট
- সেলারি একাউন্ট
- যৌথ একাউন্ট
প্রয়োজনীয় কাগজপত্র
- অবশ্যই বয়স ১৮ এর উপরে হতে হবে এবং ১৮ বছরের নিচে বয়স হলে মা অথবা বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে
- বর্তমানে তোলা চার কপি রঙ্গিন ছবি
- যে নমিনি হবে তার জাতীয় পরিচয় পত্রের ছবি ও বর্তমানে তোলা রঙ্গিন দুই কপি ছবি
- সর্বনিম্ন ১০০০ টাকা জমা দিতে হবে
- এছাড়াও বিদ্যুৎ বিল, গ্যাসের বিল ইত্যাদি বিলের ফটোকপি প্রয়োজনে লাগতে পারে
- এছাড়াও ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স জমা দিতে হবে
ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
আপনি যদি সুদ ছাড়া অথবা সুদ মুক্ত ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে আপনার
জন্যই ইসলামী ব্যাংক৷ তবে এই ব্যাংকেও একাউন্ট খোলার জন্য কিছু নিয়ম নীতি
অনুসরণ করতে হয়৷ এই ব্যাংকটিতে সর্বমোট চার ধরনের অ্যাকাউন্ট খোলা যায় -
- আল ওয়াদিয়হা ব্যক্তিগত রিটেইল একাউন্ট
- স্টুডেন্ট মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট
- আল ওয়াদিয়হা কারেন্ট অ্যাকাউন্ট
- মুদারাবা স্পেশাল সেভিংস একাউন্ট
প্রয়োজনীয় কাগজপত্র
- যে ব্যক্তি অ্যাকাউন্ট খুলবে তার জাতীয় পরিচয় পত্র অথবা ট্রেড লাইসেন্স
- আবেদনকারীর দলিলের তোলা দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি
- সর্বনিম্ন কিছু টাকা জমা রাখতে হবে
- নমিনি এক কপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
শেষ কথা : ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমরা উপরে বিস্তারিত সকল কিছুই
জানিয়েছি৷ বর্তমানে বেশিরভাগ মানুষই ব্যাংক একাউন্ট খুলতে চান৷ আপনি যদি
ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে উপরের বিষয়গুলো মাথায় রেখে ব্যাংক একাউন্ট
খুলবেন এবং যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন না কেন সেই ব্যাংকের নিয়ম নীতি
সম্পর্কে ভালো করে জেনে নেবেন৷
প্রিয় পাঠক আশা করি ব্যাংক একাউন্ট খোলার সঠিক নিয়ম সম্পর্কে আপনি আমাদের এই
কনটেন্ট থেকে সম্পূর্ণ বিষয় ভালো করে বুঝে গেছেন৷ আমাদের কনটেন্টটি ভালো
লাগলে অন্যকে শেয়ার করুন৷ আমরা প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ পোস্ট করে থাকি৷
আল্লাহ হাফেজ৷
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url